Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

সড়কে অনিয়ম-দুর্নীতি, নিরাপদ সড়কের দাবি ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে সড়কে বিক্ষোভ করেছে তারা।

সড়কে খিলগাঁও মডেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রামপুরা সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও মতিঝিল থেকে এয়ারপোর্টগামী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে। 

কার উদ্দেশ্যে এই লাল কার্ড প্রদর্শন এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘এটা কাউকে উদ্দেশ্য করে নয়, যারাই এই পরিবহন সেক্টরে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই এই লাল কার্ড প্রদর্শন।’

খিলগাঁও মডেলের শিক্ষার্থী সোহাগী সামিয়া নিজের পরিচয় দিয়ে বলে, ‘আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা শাখার দপ্তর সম্পাদক ঠিক আছে। কিন্তু আমি সবার আগে একজন শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘আমি এই আন্দোলন চলাকালীন কোনো বিষয়ে রাজনৈতিক কিছু টেনে আনিনি। কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে রাস্তায় নেমেছি।’

সোহাগী আরও বলেন, ‘গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে। আমি নাকি ৩০ বছরের মহিলা, শিক্ষার্থী নই, রাজনৈতিক দলের কর্মী। কিন্তু আপনারা আমার আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র আর কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন।’

এনআরবিসি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা, দ্বিতীয় দিনেও বন্ধ জুয়েলারি দোকান

সপরিবার নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩