হোম > সারা দেশ > টাঙ্গাইল

শীতের মধ্যে গোসল না করায় মায়ের বকা, কিশোরীর ‘আত্মহত্যা’ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গোসল না করায় মা বকা দেওয়ায় লামিয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ওই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রী লামিয়া উপজেলার যাদবপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে স্কুলছাত্রী লামিয়া গত বেশ কয়েক দিন ধরে গোসল না করেই ছিল। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসলে রাজি না হওয়ায় মা তাঁর সঙ্গে রাগারাগি করেন।

পরে লামিয়ার মা পরিবারের কাজে ব্যস্ত হয়ে পড়লে লামিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অন্য একটি মাধ্যমে অবগত হয়েছি। তবে ওই ছাত্রীর মৃত্যু টাঙ্গাইল সদরে হওয়ায় আমরা এখনো ঘটনাস্থলে যাইনি। সদর থেকে আমাদের জানালে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি