আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল মারা গেছেন। ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ মঙ্গলবার
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবু আহমেদ নাসীম। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ২ মে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি কিডনিসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
আবু আহমেদ নাসীমের শ্যালক শহীদুজ্জামান পলাশ জানান, বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। এ ছাড়া জানাজার জন্য সাভারে নিয়ে আসা হতে পারে। পারিবারিকভাবে আলোচনা করে পরে জানানো হবে। তিনি সপরিবারে সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন।