হোম > সারা দেশ > ঢাকা

মাদক সেবনে বাধা দেওয়ায় ৬ জনকে পিটিয়ে জখমের অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বজ্রযোগিনী ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন মো. সাকিব মীর (১৯), মোজাম্মেল (৫০), উজ্জ্বল ব্যাপারী (৪০), রাকিব ব্যাপারী (৩০), রবিন ব্যাপারী (২৮) ও আকাশ (২৫)। তাঁদের মধ্যে জেলা সদর হাসপাতালে নিয়ে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ছেড়ে দেওয়া হয়। উজ্জ্বল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, আটপাড়া এলাকার রিফাত মোল্লা, আরাফাত মোল্লা ও পুরোহিতপাড়ার রিভন ও বাবুল মোল্লা এই চারজন পুকুরপাড় এলাকায় সাকিবদের বাড়ির সামনে বসে মাদক সেবন করতেন। তাঁরা স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। গতকাল সোমবার সন্ধ্যায়ও তাঁরা মাদক সেবন করে গালাগাল করছিলেন। সে সময় সাকিব তাঁদের বাড়ির পাশ থেকে বকাঝকা করে সরিয়ে দেন। ওই ঘটনার জেরে আজ বেলা ১১টার দিকে হামলা চালানো হয়।

সাকিবের মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে বিদেশ থেকে ছুটিতে দেশে এসেছে। ওই ছেলেগুলো (হামলাকারী) আমাদের বাড়ির সামনে প্রায় সময়েই আড্ডা দিত এবং মাদক সেবন করত। আজেবাজে কথা বলত। সাকিব তাঁদের নিষেধ করায় হামলা চালানো হয়। আমি এর বিচার চাই।’

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘হামলার ঘটনায় আনোয়ারা বেগম নামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য