হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজ তরুণের লাশ মিলল জমিতে, পাওয়া যায়নি ইজিবাইক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাকির হোসেন (১৯)। আজ সোমবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জাকির লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলটারি গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। 

এর আগে, গত ৬ ডিসেম্বর বন্দরের কদম রসূল কলেজ এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তিনি। পরে ৭ ডিসেম্বর তাঁর বাবা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মহনপুর কবরস্থান সংলগ্ন জমিতে লাশ পরে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে লাশটি শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এই বিষয়ে বন্দর থানার পরিদর্শক আবু বক্কর সিদ্দিক (তদন্ত) বলেন, ‘ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা তাঁকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা