Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, ১৫ যাত্রী আহত 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, ১৫ যাত্রী আহত 

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। বাসটি একটি সেতুর রেলিংয়ের ওপর উঠে আটকে যায়।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে টেকেরহাট এলাকা থেকে ফরিদপুরে আসছিল নিলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাবলাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের ওপর উঠে যায়। এতে খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। 

খবর পেয়ে স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক রোমান জানান, ‘টেকেরহাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী নিলাম পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে উঠে যায়। অল্পের জন্য বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করি।’

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১