হোম > সারা দেশ > ঢাকা

শ্যামলীতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারবিহীন এই মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় এ ঘটনা ঘটে। 

শেরেবাংলা নগর থানার এএসআই আজহারুল ইসলাম পুলিশের গাড়ি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে মিছিলটি হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। মিছিল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় ডিসি তেজগাঁওয়ের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।’

মিছিলের বিষয়টি নিশ্চিত করলেও গাড়ি ভাঙচুরের বিষয়টি জানেন না বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের ঘটনা আমার জানা নেই।’ 

বিক্ষোভ মিছিলের আয়োজক কারা জানতে চাইলে উৎপল বড়ুয়া বলেন, ‘মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। 

এর আগে শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য