হোম > সারা দেশ > ঢাকা

সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এসব কথা জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে আগামী দুই বছরে বেশ কয়েকটি কর্মসূচিও গৃহীত হয়েছে। গত ৯ মার্চ সংখ্যালঘু ঐক্য মোর্চার সভায় এসব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঐক্য পরিষদ ও ঐক্য মোর্চার বছরব্যাপী আন্দোলন কর্মসূচির শুরুতে আগামী ২৪ মার্চ শাহবাগ চত্বরে প্রায় দুই লাখ নাগরিকের গণস্বাক্ষর সংবলিত এক স্মারকলিপি পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেওয়া হবে বলে জানান রানা দাশগুপ্ত। 

রানা দাশগুপ্ত আরও বলেন, ‘সারা দেশ থেকে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে ঐক্য পরিষদের সাংগঠনিক জেলা কমিটিসমূহ প্রধানমন্ত্রীর বরাবরে অনুরূপ স্মারকলিপি পেশ করবে। আমরা আশা করি, তিনি এ স্মারকলিপি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন এবং সরকারি দলের অঙ্গীকারসমূহ বাস্তবায়নে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

সংবাদ সম্মেলন থেকে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিওসহ অনান্য নেতৃবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭