নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড হয়েছে। এতে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে। পরে সকাল সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার ও উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, ‘আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরার ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় হতাহতের খবর পাওয়া যায়নি।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মার্কেটে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। আমরা আগেই অনুমান করে কিছু বলতে পারছি না।