হোম > সারা দেশ > ফরিদপুর

কলেজ মিটিংয়ে ২ শিক্ষকের মারামারি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি কলেজে মিটিংয়ে মতের অমিল হওয়ায় দুজন শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজে। তবে মিটিংয়ে কী বিষয়ে তাঁদের মতবিরোধ হয়েছে, এ নিয়ে কেউ মুখ খুলছেন না। 

কলেজ ওই দুজন শিক্ষক হলেন—সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অমিতাব সাহা। 

জানা গেছে, রোববার দুপুরে কলেজের শিক্ষকদের মিটিং চলছিল। মিটিংয়ে শিক্ষকদের মতের মিল না হওয়ায় হট্টগোল বাঁধে। এ সময় শিক্ষক অমিতাব সাহা শিক্ষক ফরহাদ হোসেনের চোখে ঘুষি মারেন। এতে ফরহাদের চোখ ফেটে রক্তাক্ত ও জখম হয়। আহত অবস্থায় কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা ফরহাদ হোসেনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করান। 

এ বিষয়ে মোবাইল ফোনে আহত শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ‘মিটিং চলাকালীন শিক্ষকদের মধ্যে মতের মিল না হওয়ায় একটু হট্টগোল হয়। এমন সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অমিতাব সাহা আমার চোখ বরাবর ঘুষি মারে।’ 

অভিযুক্ত শিক্ষক অমিতাব সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উল্টো ফরহাদ হোসেন কলেজের ঘণ্টা দেওয়ার হাতুড়ি দিয়ে আমার হাত, মাথায় বাড়ি মারে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমিই হাতে ব্যথা পাই।’ 

তবে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 
 
এ ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় থাকি। ঘটনা শুনে দুজন সদস্যকে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য। তদন্ত রিপোর্ট পেয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে