Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভোরের কাগজের বিরুদ্ধে মামলায় তাড়াইলে প্রতিবাদ সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভোরের কাগজের বিরুদ্ধে মামলায় তাড়াইলে প্রতিবাদ সভা

ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর বাজারের রেজওয়ান সুপার মার্কেটের ভোরের কাগজ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন—ভোরের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধি আবু তাহের, সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. এমদাদউল্লাহ, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আফছর উদ্দিন, নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি মুফতি রুহুল আমিন, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, অনলাইন পোর্টাল দেশের খবর ২৪ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ আয়োজনে সভাপতির বক্তব্যে সুমন মিয়া বলেন, ‘ভোরের কাগজ পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে গত ১৫ মে কুমিল্লায় মিথ্যা ও হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকার মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।’

এ সময় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। 

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম