Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগদ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা লুট: ১৬ লাখ উদ্ধার, গ্রেপ্তার ৩ 

নরসিংদী প্রতিনিধি

নগদ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা লুট: ১৬ লাখ উদ্ধার, গ্রেপ্তার ৩ 

নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া ৬০ লাখের মধ্যে ১৬ লাখ টাকা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল সোমবার একজন ও ১০ এপ্রিল দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭), মাধবদী থানার জিতরামপুর (চরদিঘলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় (২৪) ও সদর থানার নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০)। এর মধ্যে বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মো. দেলোয়ার হোসেন পাঠান ও মো. শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর থেকে রায়পুরা যাওয়ার পথে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় জড়িত সন্দেহে গত ১০ এপ্রিল শিবপুরের কলেজ গেট এলাকা থেকে হৃদয় ও সোলাইমান মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা জব্দ করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে লুণ্ঠিত টাকার ১৪ লাখ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বিধান মিয়া জানিয়েছেন ছিনতাইয়ের এ ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল।

তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে চারটি ও মো. হৃদয়ের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নরসিংদী শহর থেকে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের দুই কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি