হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ পড়ে নিহত ১

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ ছিটকে পরে হাসান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। 

আজ শনিবার রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত হাসানের প্রতিবেশী শফিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসান বাসা থেকে বেরিয়ে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। সাত মসজিদ হাউজিং ছয় নম্বর রোড এলাকার সড়কে আসলে সেখানে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং থেকে একটি রড ছিটকে পরে হাসানের শরীরে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে আহত হলে প্রথমে লোকজন তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাসান চট্টগ্রাম আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সাত মসজিদ হাউজিং এলাকায় একটি বাসায় থাকত। বায়োফার্মা লিমিটেড হেড অফিসের সাপ্লাই চেইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদপুর থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

প্রতিবেশীরা বলেন, রাস্তায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পরেছিল ওই ব্যক্তির মাথায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩