পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আজ শনিবার বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের শোভাযাত্রাটি সদর দপ্তর থেকে শুরু হয়ে কাজী আলাউদ্দিন রোড থেকে শুরু হয়ে বঙ্গবাজার মার্কেট, সরকারি কর্মচারী হাসপাতালের পশ্চিম পাশ দিয়ে গিয়ে হাইকোর্ট মোড় থেকে ঘুরে আবার একই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুসজ্জিত বাদক দল এবং ভলান্টিয়ার অংশ নেন। আনন্দ আয়োজনের এই শোভাযাত্রা থেকে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’; ‘পদ্মা সেতু বিনির্মাণ, শেখ হাসিনার অবদান’; ‘বাংলাদেশ আজ ধন্য, পদ্মা সেতুর জন্য’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যেমো. ওহিদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন বাধা অতিক্রম করে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তার উদাহরণ আজকের পদ্মা সেতুর উদ্বোধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’