হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ‘ব্যর্থতার’ প্রতিবাদে মশারি মিছিল করল গণ অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও দুই সিটি করপোরেশন ‘সম্পূর্ণভাবে ব্যর্থ’ হয়েছে জানিয়ে রাজধানীতে ‘মশারি মিছিল’ করেছে গণ অধিকার পরিষদ। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। 

মশারি মিছিলপূর্ব সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য প্লেনে উড়ে সিঙ্গাপুর যায়। ঢাকার দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ, কিন্তু তাদের পদত্যাগ চেয়ে লাভ নাই কারণ তারা জনগণের ভোটে মেয়র হয়নি।’ 

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘একটা ডাব কিনতে ২০০ টাকা লাগে, শেখ হাসিনার তো আর ডাব কিনে খেতে হয় না, জনগণ যে কষ্টে আছে সেটা তারা বুঝবে না। দেশে-বিদেশে সব জায়গায় এই সরকারকে ভোট চোর বলে মানুষ। গত দুইটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।’ 

সভাপতির বক্তব্যে দলের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘সিটি করপোরেশন ভুয়া কোম্পানি থেকে মশার ওষুধ কিনছে। সেই জালিয়াতি ঢাকতে আবারও জালিয়াতি করছে। এরা বাটপার, প্রতারক, ভুয়া। এরা জনগণের জন্য কিছু করবে না। এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা একটা একটা করে সব সমস্যার সমাধান করব।’ 

নুর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা বারবার অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না করে, বিদেশিরা নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেবে। নিষেধাজ্ঞার ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে।’

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭