হোম > সারা দেশ > ঢাকা

মৃত্যুর সাড়ে ৫ মাস পর কবর থেকে তোলা হলো আ. লীগ নেতার মরদেহ 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হত্যার অভিযোগে দাফনের সাড়ে পাঁচ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ এবং চিকিৎসকের উপস্থিতিতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হাট বালিগাঁও কবরস্থান থেকে লাশটি তোলা হয়।

নিহত আজগর হোসেন চঞ্চল ব্যাপারী বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বালিগাঁও ইউনিয়নের মৃত আরশাদ আলী বেপারীর ছেলে।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গভীর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় চঞ্চলকে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে এটি পরিকল্পিত হত্যা দাবি করে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন আজগর হোসেন চঞ্চলের স্ত্রী সুমি আক্তার।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারির ২৪ তারিখ টঙ্গীবাড়ী থানায় একটি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন