নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে এ তথ্য জানান র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যা চালানো হয়। এসব অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।