হোম > সারা দেশ > ঢাকা

‘বলছি, লিখছি কিন্তু অনেক কিছুই প্রকাশ করছি না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমরা অনেক কিছুই বলছি, লিখছি কিন্তু আমরা অনেক কিছুই প্রকাশ করছি না। এর মানে হচ্ছে আমাদের নিজেদের ভেতরেই অনেক ধরনের স্ববিরোধিতা আছে। আমরা নিজেরাই অনেক সময় বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশনের মতো গণমাধ্যমের সমালোচনা করি, যখন দেখি গণমাধ্যম জনমুখী ভূমিকা রাখছে না বলে মন্তব্য করেছেন আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম: ভূমিকা ও সংকট’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গোলটেবিল আলোচনার আয়োজন করে বিবার্তা ২৪ ডটনেট ও জাগরণ টিভি। 

আলোচনা সভায় সাবেক এই তথ্য কমিশনার বলেন, করোনায় গণমাধ্যম যে দুর্বিষহ অবস্থায় পড়েছে সেই অবস্থানের কিছুটা পরিবর্তন হলেও পুরোপুরি হয়নি। সাংবাদিকেরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন এগুলো সমাধানে সরকারকে যেমন সহায়তা করতে হবে, গণমাধ্যম মালিকদেরও সহায়তা করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না বুঝে এটা প্রয়োগ করছে কি না, বা কাউকে বিপদে ফেলার জন্য করছে কি না, এ বিষয়ে সরকারকে দায়িত্ব নিতে হবে।’ 

অনলাইনের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বদলে যাওয়ার বিষয়ে গোলাম রহমান আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে যেমন অনেক বেশি তথ্যবহুল সংবাদ পরিবেশন করা যায়, ঠিক তেমনি এর মাধ্যমে খুব দ্রুত গুজবও ছড়িয়ে দেওয়া যায়। যাঁরা এর সুষ্ঠু ব্যবহার করে সংবাদ প্রকাশ করছেন তাঁরা কিন্তু ঠিকই সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এবং সেটার অসংখ্য উদাহরণ আমাদের সামনেই আছে। আইপি টিভির একসময় অবাধ বিচরণ ছিল, যাচ্ছেতাই মনগড়া সংবাদ পরিবেশন করত তারা। তবে আশার কথা হচ্ছে সম্প্রতি সরকার সেটারও নীতিমালা দিয়েছে।’ 

ডিবিসির সম্পাদক প্রণব সাহা বলেন, গণমাধ্যমকে সব সময় পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। প্রতিনিয়ত তথ্য প্রবাহের মধ্য দিয়ে যেতে হয়। সাংবাদিকদের প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, এটা স্বাধীন চর্চার মধ্যে গণমাধ্যমকেই করে নিতে হবে; সরকারের, রাজনীতির সমালোচনা বা অনিয়মের সমালোচনা করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রকে অবাধ তথ্য প্রবাহে সহযোগিতা করতে হবে।

সভায় ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘মিডিয়াতে আমরা এখন কিন্তু একটা সংকটকাল পার করছি। কারণ সরকার এখন পর্যন্ত অনলাইনের জন্য কোনো নীতিমালা তৈরি করতে পারেনি। এটা খুব জরুরি। বর্তমানে ফেসবুক ও ইউটিউব থেকে সবচেয়ে বড় বিজ্ঞাপন পাই আমরা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যে রেটে আমরা পাচ্ছি এটা বিশ্বের সবচেয়ে কম, নামমাত্র পয়সায় দিচ্ছে তারা।’ 

জাগরণ টিভির প্রধান সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় ও বিবার্তা ২৪ ডটনেট সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডব্লিউজেএনবির সমন্বয়ক আঙুর নাহার মন্টি প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিটিভির সম্পাদক ইশতিয়াক রেজা।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন