রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের কেয়ার মেডিকেল কলেজে শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন, শিক্ষক সংকটে পাঠদানও প্রায় হয় না বললেই চলে। শিক্ষার্থীদের ইউটিউব দেখে চিকিৎসক হওয়ার পরামর্শ দেওয়া হয়! শিক্ষার্থীরা কলেজের নানা অনিয়ম ও প্রতারণার চিত্র তুলে ধরে বিএমডিসি রেজিস্ট্রেশনভুক্ত অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার মেডিকেল কলেজের সামনে মাইগ্রেশনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরে বলেন, ভর্তি হওয়ার পর থেকে কলেজে কোনো শিক্ষক নেই। পরীক্ষার ৪-৫ দিন আগে অতিথি শিক্ষক এনে শুধু পরীক্ষা নিয়ে কোর্স শেষ করে ফেলা হতো। এসব অনিয়ম নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বলতে গেলে ইউটিউবে ভিডিও দেখে চিকিৎসক হওয়ার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর জানতে পারে, ২০১৮ সালের পর থেকে এই মেডিকেল কলেজটির বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নেই। শিক্ষার্থীরা লিখিত আকারে কলেজের অনিয়ম তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএডিসি বরাবর অভিযোগ দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগগুলো, কলেজের ২০১৭-২০১৮ সেশন থেকে ২০২০-২০২১ সেশন পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিএমডিসির অনুমোদন নেই। ২০১৬-২০১৭ সেশনের ভর্তির পরে ২০১৭-২০১৮ সেশন থেকে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। পরে হাইকোর্টের রিটের ভিত্তিতে মিথ্যা আশ্বাস দিয়ে ২০১৭-১৮,২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এ বছর ২০২১-২০২২ সেশনে ভর্তি কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২১ সালের আগস্টে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশ নেন। নভেম্বর থেকে তাঁদের ইনটার্নশিপ শুরু করার কথা। কিন্তু বিএমডিসির অনুমোদন না থাকায় গত নয় মাসেও তাঁরা ইন্টার্নশিপ শুরু করতে পারেননি।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁরা মাইগ্রেশন করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
তবে এ ব্যাপারে কেয়ার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাঁরা বলেছেন, গত ১৪ আগস্ট শিক্ষার্থীদের মাইগ্রেশনের ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। চিঠির একটি কপি গণমাধ্যমেও সরবরাহ করা হয়েছে।