হোম > সারা দেশ > ঢাকা

জুমার দিনে আ.লীগ নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বললেন নুর

ফরিদপুর প্রতিনিধি

কোনো রাজনৈতিক নেতার নির্দেশে মিথ্যা মামলা না নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। পুলিশের যেসব সদস্য অপকর্ম করেছেন, গুলি চালিয়েছেন, তাঁদের বিচার হবে, তবে সব কর্মকর্তা ঢালাওভাবে অপরাধী নন বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে জুমার দিনে আওয়ামী লীগের নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বলেন। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এসব বলেন নুরুল হক নুর। এ সময় তিনি তাঁর দলের প্রতীক ও স্লোগান তুলে ধরেন। 

তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা পরিষ্কারভাবে বলে দেবেন, কোনো রাজনৈতিক দলের নেতার নির্দেশে মিথ্যা মামলা হবে না, কাউকে হয়রানি করা হবে না। পুলিশের যেসব অফিসার অপকর্ম করেছেন, গুলি চালিয়েছেন, তাঁদের বিচার হবে। কিন্তু সব পুলিশ কর্মকর্তা ঢালাওভাবে অপরাধী না। পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’ তিনি পুলিশকে সর্বাত্মক সহযোগিতার জন্য নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান। 

এ সময় নুরুল হক নূর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা তুলে ধরে বলেন, ‘এবার যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ধরে রাখতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এই পরিবর্তনের ফলে যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, কোনো দুর্বৃত্ত, চাঁদাবাজও যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এ জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।’ 

তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধতার কারণে তরুণেরাই আজ বিপ্লব ঘটিয়েছে। তারা সরকার গঠন করেছে এবং বলে দিয়েছে, পুরোনো জঞ্জাল পরিষ্কার করতে হবে। নতুনদের বিকল্প নেই।’ 

এ ছাড়া তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আওয়ামী লীগের যারা দেশ থেকে পালাইছে, তারা ভাগছে। যাঁরা দেশে আছেন, আজ শুক্রবার জুমার দিনে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মাফ করেন, তাহলে মাফ হতে পারে। দুনিয়ার মানুষ আপনাদের মাফ করতে পারবে না।’

স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন নিহত: তদন্ত প্রতিবেদনে উঠে এল দুর্ঘটনার পাঁচ কারণ

সালমান-আনিসুলসহ নতুন মামলায় ১০ গ্রেপ্তার, মামুন-জ্যাকবসহ রিমান্ডে ৪

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৫, স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে নারী নিহত

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি