হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের রিকশাচালক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশাচালক আব্দুল্লাহ আল মনছুর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আসামিরদের মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে (৪০) এই হত্যাকান্ডের ‘মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী’ বলে জানিয়েছে র‍্যাব। অপর আসামি অটোরিকশা ব্যবসায়ী রমজান আলী (২২) তাঁর সহযোগী।

আজ বুধবার র‍্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিকশাচালক নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পরও তাঁকে না পাওয়ায় মনছুরের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর র‍্যাবের তদন্ত চলাকালীন গত ১৩ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় নিখোঁজ আব্দুল্লা আল মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তিতে আড়াইহাজার থানার কাদিরদিয়া এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র‍্যাব জানায়, ঘটনার দিন মনছুরকে সোনারগাঁ থানা এলাকায় নিয়ে যান আসামিরা। এরপর রাত গভীর হলে তাঁকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে। লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবায় ফেলে কচুরিপানা এবং পাশে থাকা একটি নৌকা দিয়ে ঢেকে রাখেন আসামিরা। এরপর রিকশাটিটি নিয়ে চলে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য মনছুরকে হত্যা করেন মঞ্জুর ও তাঁর সহযোগীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭