Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ের রিকশাচালক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ের রিকশাচালক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশাচালক আব্দুল্লাহ আল মনছুর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আসামিরদের মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে (৪০) এই হত্যাকান্ডের ‘মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী’ বলে জানিয়েছে র‍্যাব। অপর আসামি অটোরিকশা ব্যবসায়ী রমজান আলী (২২) তাঁর সহযোগী।

আজ বুধবার র‍্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিকশাচালক নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পরও তাঁকে না পাওয়ায় মনছুরের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর র‍্যাবের তদন্ত চলাকালীন গত ১৩ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় নিখোঁজ আব্দুল্লা আল মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তিতে আড়াইহাজার থানার কাদিরদিয়া এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র‍্যাব জানায়, ঘটনার দিন মনছুরকে সোনারগাঁ থানা এলাকায় নিয়ে যান আসামিরা। এরপর রাত গভীর হলে তাঁকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে। লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবায় ফেলে কচুরিপানা এবং পাশে থাকা একটি নৌকা দিয়ে ঢেকে রাখেন আসামিরা। এরপর রিকশাটিটি নিয়ে চলে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য মনছুরকে হত্যা করেন মঞ্জুর ও তাঁর সহযোগীরা।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে