রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সকালে বিমানবন্দরগামী নীলসাগর এক্সপ্রেস নামে ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এএসআই বলেন, ‘নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’