হোম > সারা দেশ > ঢাকা

ঈদের দিনে চলবে একটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামীকাল সোমবার। রেলে ঈদের অগ্রিম টিকিটের যাত্রা শেষ হচ্ছে আজ রোববার। গত ১২ জুন থেকে শুরু হয়েছিল ১০ দিন আগে কেটে রাখা অগ্রিম টিকিটের যাত্রা। আবার ২০ তারিখ থেকে শুরু হবে অগ্রিম কেটে রাখা ফিরতি টিকিটের যাত্রা। তবে ঈদের দিন শুধু একটি ট্রেন চলবে কমলাপুর থেকে। 

আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন অর্থাৎ ১৮ জুন কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একই রকম হতে পারে ৷ তবে আশা করছি, সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে।’

কমলাপুর তথা ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আরও বলেন, ‘এবার একটি সুন্দর ঈদযাত্রা সম্ভব হয়েছে। মানবিক কারণে শেষ সময়ে উত্তরবঙ্গে ট্রেনগুলোতে ভিড় সামলানো যায়নি।’
 
এদিকে, টানা তিন দিন কড়াকড়ি বজায় থাকলেও গতকাল শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি ধরে রাখা যায়নি। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ, বিশেষ করে উত্তরবঙ্গের বেশির ভাগ ট্রেন ছিল যাত্রীতে পরিপূর্ণ। বগিতে আসন না পাওয়ায় ছাদভর্তি যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে কয়েকটি ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতা আর উৎসবমুখর পরিবেশের কারণে তারা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য