হোম > সারা দেশ > ঢাকা

এইচআইভি সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচআইভি/এইডস সম্পর্কে আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। তাঁরা সমাজে নিগৃহীত, বৈষম্য ও অপবাদের শিকার। 

নারী যৌনকর্মীদের এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) ফিল্ড অরগানাইজার ও আউটলেট ম্যানেজারদের মৌলিক প্রশিক্ষণ শেষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এ কথা বলেন। 

রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী দিনে এই কথা বলেন তিনি। গত রোববার শুরু হয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিন দিনের এ প্রশিক্ষণ কার্যক্রমটি শেষ হয়।

এই কার্যক্রমের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল আরও বলেন, ‘আমরা জানি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীরা সমাজে এখনো নিগৃহীত, বৈষম্য ও অপবাদের শিকার। আমরা তাদের স্বাস্থ্যসেবা প্রদান করছি।’

এতে প্রশিক্ষক ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের যুগ্ম-পরিচালক কেএসএম তারিক, এফএস ডব্লিউ প্রজেক্টের প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট মাহবুবা রহমান, ট্রেনিং অ্যাডভোকেসি মো. আইয়ুব খান, টেকনিক্যাল স্পেশালিস্ট মনিটরিং শাহাদৎ হোসেন, প্রোগ্রাম অফিসার কায়েস উদ্দিন, মাহবুবুর রহমান, লাইলা পারভীন। 

প্রশিক্ষণে সারা দেশ থেকে ডিআইসির ফিল্ড অর্গানাইজার ও আউটলেট ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী