Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় সড়কে গ্যাসলাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টায় ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর থেকে বিসিকসহ আশপাশের এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। মূলত বিসিকের সামনের সড়কে নির্মাণকাজ চলছে। এক্সকাভেটর দিয়ে খনন করার সময় সড়কের নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়। সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাসের চাপের কারণে আগুনের শিখা প্রায় ৩০ ফুট ওপরে উঠে যায়। রাস্তার সঙ্গে থাকা কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়।’ 

তিনি বলেন, ‘প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের মোট ছয়টি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। বর্তমানে পাইপ সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংস্কার শেষে ফের গ্যাসলাইন চালু করা হবে।’ 

আগুনে দোকান পুড়ে যায়নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিন-চারটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে আমাদের তদন্তকাজ চলবে।’

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আওয়ামী লীগকে কেউ তাড়ায়নি, তারা পালিয়েছে: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতা আমির হোসেন আমুসহ নতুন মামলায় গ্রেপ্তার ৮

ঢাকায় যেসব এলাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

সালমান এফ রহমান ও তাঁর পরিবার-সহযোগীদের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে