হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় সড়কে গ্যাসলাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টায় ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর থেকে বিসিকসহ আশপাশের এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। মূলত বিসিকের সামনের সড়কে নির্মাণকাজ চলছে। এক্সকাভেটর দিয়ে খনন করার সময় সড়কের নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়। সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাসের চাপের কারণে আগুনের শিখা প্রায় ৩০ ফুট ওপরে উঠে যায়। রাস্তার সঙ্গে থাকা কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়।’ 

তিনি বলেন, ‘প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের মোট ছয়টি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। বর্তমানে পাইপ সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংস্কার শেষে ফের গ্যাসলাইন চালু করা হবে।’ 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিন-চারটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে আমাদের তদন্তকাজ চলবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩