Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাকরি স্থায়ী করার দাবি গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী কর্মচারীদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি স্থায়ী করার দাবি গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী কর্মচারীদের 

গণপূর্ত অধিদপ্তরের অধীনে কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা জানিয়েছেন কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, আশ্বাস দিয়েও তাঁদের দাবি পূরণ করা হচ্ছে না। তাঁদের ওপর অত্যাচার করে তাঁদের নামে মামলা দিয়েই গ্রেপ্তার করানোর পাঁয়তারা চালাচ্ছে গণপূর্তের একটি চক্র। উপস্থিত কর্মচারীরা দাবি করেন, গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে তাঁরা দীর্ঘ ১৫-২০ বছর বা তারও অধিক সময় ধরে কর্মরত। কিন্তু তাঁদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

দৈনিক হাজিরাভিত্তিক কাজ করা কর্মচারীদের পক্ষ থেকে মনির হোসেন শোভন বলেন, ‘এই পয়সা দিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। হাড়ভাঙা পরিশ্রম করেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি।’

দৈনিক ভাউচারভিত্তিক মজুরিতে নিয়োগ ব্যক্তিদের একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাঁকে রাজস্ব খাতে আনয়নের নীতিমালা রয়েছে বলে উল্লেখ করেন মনির। তিনি বলেন, ‘ইতিপূর্বে হাইকোর্টের রায়ের আলোকে আমাদের ১ হাজার ৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকরিতে স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আমাদের চাকরির বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক