Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে নারী ‘সাংবাদিক’ ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পল্লবীতে নারী ‘সাংবাদিক’ ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর বারনটেকের গ্রিন সিটি এলাকায় এক নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যজনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। পরে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এনামুলের বাড়ি ময়মনসিংহ সদরের চরগোবিন্দ এলাকায়। অপরজন হামিদুর রহমান। তাঁর বাড়ি গাজীপুরের পুবাইলের মেঘডুবিতে। তাঁরা দুজনই বর্তমানে ঢাকায় থাকেন।

গতকাল মঙ্গলবার দুপুরে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এজাহারভুক্ত আসামি। এর আগে সোমবার দিবাগত রাতে ওই নারী সাংবাদিক ধর্ষণের শিকার হন।

আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, দুজনকে আদালতে হাজির করে পল্লবী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কাইয়ুম আসামি এনামুল হকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন এবং অন্য আসামি হামিদুরের ১০ দিনের রিমান্ডে আবেদন করেন। পরে এনামুল হকের জবানবন্দি লিপিবদ্ধ করেন মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরেক আসামি হামিদুর রহমানের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হামিক দিলরুবা আফরোজ তিথি।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে ওই নারী রাজধানীর তুরাগ এলাকা থেকে সোমবার রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন যুবক তাঁকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। এরপর ১৬ ব্যক্তি তাঁকে ঘেরাও করে ফেলেন।

দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে ধর্ষণ করেন তাঁরা। ধর্ষণকারীরা সকালে এলাকা ত্যাগ করলে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে ওই নারী পল্লবী থানায় মামলা দায়ের করেন।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ