নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কারাবন্দী ও বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগ করিয়ে দেওয়া এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবরার হোসাইন (১৮)।
আজ শুক্রবার এ তথ্য জানান অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, আনসার আল ইসলামের কারাবন্দী ও বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগ করিয়ে দেওয়া এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
মাহফুজুল আলম বলেন, আবরার ও তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আবরার কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সঙ্গে বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন।