হোম > সারা দেশ > ঢাকা

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ০৫
রায়পুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘দেশে এখনো ব্যাপক ডাকাতি, চাঁদাবাজি হচ্ছে। চোর-ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এ জন্য জীবন দেয়নি মানুষ। এর জন্য আন্দোলন করেনি, সংগ্রাম করেনি মানুষ। আদর্শবান-নীতিমান মানুষ ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’

আজ বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ভেবেছিলাম দেশে অত্যাচার, চাঁদাবাজ, দুর্নীতি, মিথ্যা মামলা, ডাকাতি থাকবে না।

কিন্তু কী দেখলাম? চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। ব্যক্তি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি-আদর্শ পরিবর্তন হয়নি। তাই নেতা নয়, নীতির পরিবর্তন চাই।’

মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিম প্রমুখ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নিয়োগ নির্মাণ কেনাকাটায় প্রধান শিক্ষকের দুর্নীতি

পলাতক সেই ওসিকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের আলটিমেটাম

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি