হোম > সারা দেশ > ঢাকা

দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি

রাকিব মিয়া ও সাকিব মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় ঈদের দিন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম গতকাল মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলাটি করেন।

মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে যুবক রাকিব ও সাকিবের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে ওই রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।

জানা গেছে, নিহত সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। ঈদের দিন সোমবার হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় তাঁদের ধরে মারধর করা হয়। ওই দিন রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক

দত্তক দেওয়া সন্তানকে দেখতে গিয়ে ৪ শিশু অপহরণ, গ্রেপ্তার ৫