Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির কার্যালয় ‘এখন ক্রাইম সিন’, আপাতত পুলিশের দখলে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিএনপির কার্যালয় ‘এখন ক্রাইম সিন’, আপাতত পুলিশের দখলে

নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে এবং আশেপাশের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার। 

বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে—এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে (৭ ডিসেম্বর) আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টিম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’ 

ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার

নির্দিষ্ট দিনের (১০ ডিসেম্বর) আগে শেষ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’ 

মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে।’ 

মামলায় কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘যাদের আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরও তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’ 

পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপ্লব সরকার বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে বেআইনি কোনো কাজ করা হয় না। তিনি এ ধরণের কথা বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত মতামত। আমরা ভেতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার