Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

দীর্ঘ ২৫ দিন পর যানবাহন ছাড়াই শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে একটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিটি ফাঁকাই ছিল। এদিকে যাত্রীর অভাবে শিমুলিয়া ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। 

বৃহস্পতিবার সকালে ফাঁকা ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, ঘাটে পর্যাপ্ত যানবাহন এলে এই রুটে ফেরি চলবে। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে ওপার (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু ফেরিতে কোনো যানবাহন ছিল না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওপারে গিয়েছিল। তবে নাব্যসংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্যসংকট দূর করা হয়েছে। 

ফয়সাল জানান, এই রুটে এখন তিনটি ফেরি চলাচলের জন্য রয়েছে। কিন্তু ঘাটে কোনো যানবাহন আসেনি। ঘাটে যদি যানবাহন আসে তাহলে ফেরি চলবে। 

এদিকে যাত্রীর অভাবে লঞ্চও চলছে না এই রুটে। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘাটে কোনো যাত্রী নেই, যার কারণে সকাল থেকে কোনো লঞ্চ চলেনি। যাত্রী এলে লঞ্চ ছাড়বে বলেও জানান তিনি। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু