হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল মাতুব্বর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের বাসিন্দা। আহতরা একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর। তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লালসহ তিনজন ভ্যানে করে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিল্লাল মাতুব্বর কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে উত্তেজিত জনতা চালক ও হেলপারকে মারধর করে পুলিশে খবর দেন। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। উত্তেজিত জনতার মারধরে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭