হোম > সারা দেশ > ঢাকা

আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মিরপুর ও মাহবুব আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে। 

নীলফামারী-২ সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। 

এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান। 

২০০৩-০৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলী। এ ছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

জ্ঞাতআয়বহির্বুত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে দুদক গত সপ্তাহ থেকে অনুসন্ধান শুরু করেছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য