ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব ব্যক্তিদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপিও জমা দেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় যারা ফ্যাসিবাদের দালালি করেছে, তাদের দিয়ে কোনো সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। অবিলম্বে শিক্ষার্থীরা নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞানের আবিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের তারেক মাসুদ ইরফান প্রমুখ।
মুছাদ্দিক আলী ইবনে মুহাম্মদ শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন। সেখানে রয়েছে—অনতিবিলম্বে সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠন করা, সিন্ডিকেটের প্রথম বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার আলোকে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে যৌক্তিক সমাধান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে যেসব শিক্ষার্থী বাইরে অবস্থান করতে পারবে না, তাঁদের হলে সিট দেওয়া অথবা বৃত্তির ব্যবস্থা করা।