নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে আশরাফুল আলম মিঠুর (৫৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রোববার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটের উল্টোদিকে পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
মৃত আশরাফুল আলম মিঠু খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা। তবে তিনি ঢাকার সবুজবাগে থাকতেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক চুন্নু মিয়া বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসির এক কর্মচারী আমাদের জানান যে লঞ্চঘাটের উল্টোদিকে পদ্মা নদীতে তাঁদের নোঙর করা জাহাজের কাছে একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। খবর পেয়ে আমার গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের পরনে টি-শার্ট, জিনস প্যান্ট ও জুতা ছিল।’ মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধারের সময় মুখ দিয়ে রক্ত বের হয়।
উপপরিদর্শক আরও বলেন, ‘আমরা জানতে পারি মৃতের ছেলে গতকাল শনিবার মুন্সিগঞ্জের লৌহজং থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিল। গত শুক্রবার ফাল্গুনি পরিবহনে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন তিনি। তাঁর পকেটে ফাল্গুনি পরিবহনের টিকিটও পাওয়া গেছে।’