হোম > সারা দেশ > রাজবাড়ী

বেআইনিভাবে জমির দলিল রেজিস্ট্রি, রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় ৪২ শতাংশ জমি কেনেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবের যোগসাজশে ওই জমি অন্য চার ব্যক্তির কাছে বিক্রি করেন। একই সঙ্গে আব্দুল আলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি চেয়ে আদালতে মামলা করেন।

একদিন খালেক মৃধা জমিতে কাজ করতে গেলে বাধা দেন চার ক্রেতা। ওই সময় তিনি তাঁর জমি বিক্রির বিষয়টি জানতে পেরে রাজবাড়ীর আদালতে মামলা করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয়কে তদন্তভার দেন।

দুদকের আইনজীবী বিজন কুমার বোস বলেন, পদের অপব্যবহার করে অন্যকে অনৈতিক সুবিধা দেওয়ার মামলা দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। আজ সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেটা: বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল