Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে পুকুর খননের সময় মিলল নারীর অর্ধগলিত মরদেহ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পুকুর খননের সময় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
পুকুর খননের সময় মরদেহ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এ সময় বিষয়টি ভেকুচালক শামীম শেখ আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে অজ্ঞাতনামা নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।

পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হান্নান বলেন, ‘বেলা ১১টার দিকে জানতে পারি, কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।’

শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পাই। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।’

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন