রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীও যোগ দিয়েছে। ইতিমধ্যে সাহায্যকারী সেনাদল ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার কাজ শুরু করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় ২ হাজার দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।