Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কেউ ঘরে থাকতে পারবেন না: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কেউ ঘরে থাকতে পারবেন না: মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয় করে ঘরে ফিরতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কেউ ঘরে থাকতে পারবেন না। তাই সব নেতা-কর্মীকে একসঙ্গে নৌকার জন্য কাজ করতে হবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের পাটগ্রাম মাঠে উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে করে মমতাজ বেগম বলেন, আপনারা যারা পদের জন্য দৌড়ঝাঁপ করছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই পদ একসময় গলার কাঁটা হয়ে দাঁড়াবে। তাই এখনো সময় আছে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয় করতে কাজ করতে হবে।

কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক  হাজি ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১