হোম > সারা দেশ > ঢাকা

প্রস্তুতি নিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে বললেন সাবেক খাদ্যমন্ত্রী

প্রতিনিধি, সাভার (ঢাকা)

নির্বাচন করার জন্য নয় তাঁরা এসেছে ষড়যন্ত্র করার জন্য। তাঁদেরতো নেতৃত্বই নেই। দণ্ডপ্রাপ্ত আসামি দলের নেতৃত্বে থাকতে পারে না। পরবর্তী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, চাই প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। এখনো ২ বছরের বেশি সময় আছে। আমরা চাই আপনারা প্রস্তুতি নিয়ে নির্বাচনে আসেন। মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষের সঙ্গে আমাদের লড়াই হবে। আজ শুক্রবার কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ অ্যাড মো. কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, 'বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী দেশকে কোথায় নিয়ে গেছেন একবার ভেবে দেখবেন। বিএনপির সময়ে তাঁরা জাতীয় শোক দিবসের অনুষ্ঠানও আয়োজন করতে দেয়নি। আমরা কোন প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। উন্নত অনেক বিশ্বের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকজন মানুষ টিকা পাবেন, শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।' 

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কমিটি নিয়ে তিনি বলেন, 'প্রতি ইউনিয়নে সম্মেলন হবে। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, আওয়ামী লীগ পরিবারের সন্তানরা নেতৃত্বে আসুক।' 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান। সন্ধ্যায় এ আয়োজনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশন পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিপ্লব এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. ইউসুফ আলী চৌধুরী। সম্মেলনে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য পদ-প্রত্যাশীদের নাম প্রস্তাব করা হয়।  

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন