হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আচরণবিধি লঙ্ঘন: সোনারগাঁয় আওয়ামী লীগের প্রার্থীসহ ১১ জনকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম তাঁদের এই নোটিশ পাঠান। ২৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল এবং মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার গত ১৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল বের করেন। মিছিলে শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁর অনুসারীরা অংশ নেন। তাতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এমন কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন।

অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘন করে সামসুল ইসলাম ও বাবুল হোসেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে নিজ পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। নোটিশ পাওয়া অন্য আটজন ইউপি চেয়ারম্যানও একইভাবে আচরণবিধি লঙ্ঘন করেন।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল