ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়।
এই মামলায় এজাহারনামী আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলু। ওই মামলায় তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করেছে র্যাব।