মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনামিকা মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণহাটী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অনামিকা শেখরনগর দক্ষিণহাটী গ্রামের অটোরিকশা চালক নারায়ন মন্ডলের মেয়ে ও রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
শেখরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ঘটনার সময় রাতে অনামিকার বাবা-মা বাড়িতে ছিল না। তারা এক এনজিওতে গিয়েছিল। রাতে বাড়িতে এসে মেয়ের ঘরে গিয়ে দেখে মেয়ের ওড়না প্যাঁচানো মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রাতেই উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।