ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টের সুইমিংপুলে ডুবে আদিজা আক্তার ও তানজিদ হুসেন ফাহিম নামের দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মা জিন্নাত বেগমের প্রেমিক জুলহাস হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। আজ বৃহস্পতিবার র্যাব সদস্যরা তাঁদেরকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করেন।
এ ছাড়া পার্কের ভেতরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা ও মামলার আলামত (সিসি ক্যামেরা ফুটেজ) লুকিয়ে রাখা এবং নষ্ট করার অপরাধে পার্কের মালিক জাকির হোসেন (৪৮) ও ব্যবস্থাপক রাকিব রহমানকেও (৩০) গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা ও কোনাখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ফজলুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিহত দুই শিশুর বাবা মোকলেসুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে মা জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
১১ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের রিসোর্টের সুইমিংপুলে ডুবে মারা যায় আদিজা আক্তার (৫) ও তানজিদ হুসেন ফাহিম (৩)। পরদিন শিশু দুটির বাবা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় শিশু দুটির মা জিন্নাত বেগম ও তাঁর প্রেমিক জুলহাসকে আসামি করা হয়।
আরও পড়ুন: