Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় চিঠি দেওয়া উপসচিব ওএসডি

গাজীপুর প্রতিনিধি

শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় চিঠি দেওয়া উপসচিব ওএসডি
নমিতা দে। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার অনুরোধ জানিয়ে বিভিন্ন মসজিদে চিঠি দেওয়ার কারণে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দেকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন উনি-২ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

অপর দিকে একই ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সিটি করপোরেশনের সচিব নমিতা দে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে বিশেষ মোনাজাত করা প্রসঙ্গে একটি চিঠি ইস্যু করেন। চিঠিতে বলা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারের সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ চিঠি প্রস্তুতকারক কর্মকর্তার কোনো স্বাক্ষর না থাকলেও গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষর রয়েছে। চিঠিটি মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এরপরই মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত চিঠিতে সচিব নমিতা দেকে ওএসডি করা হয়।

সিটি করপোরেশনের ফেসবুক পেজে দেখা যায়, একই তারিখ ও স্মারকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপনের জন্য অপর একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেই চিঠিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা’ অংশটুকু বাদ দিয়ে ‘দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো’ লেখা রয়েছে।

এ বিষয়ে নমিতা দে বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে সই করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত বছরের চিঠিটি কপি করে আমার নাম ও তারিখ বদল করে কাজটি করেছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছি আমি। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল।’

সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় সচিব নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে এবং হামিদা খাতুনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজধানীর ডেমরায় নিজের ঘরে মিলল বিধবার অর্ধগলিত লাশ

সর্বজনীন হয়ে উঠেছে রাজধানীসহ সারা দেশে ‘সবার জন‍্য ইফতার’

কালিয়াকৈরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, হামলায় বনকর্মী আহত

ঈদের জামাত ঢাকায় কখন কোথায়

অর্থ আত্মসাৎ করতে সেই জিমএমকে অপহরণের পর হত্যা: র‍্যাব

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুরের ১৩ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

সাভারে বিএনপির নেতার হাত–পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ, নেপথ্যে ফুটপাতে চাঁদাবাজি

ঈদযাত্রায় বাড়িতে গেল পোশাককর্মী দম্পতির লাশ, হাসপাতালে দুই সন্তান

ঈদে ঢাকায় পাঁচ স্তরের নিরাপত্তা, চোখ থাকবে নিষিদ্ধ সংগঠনের ওপর: ডিএমপি কমিশনার