Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শরিফ উদ্দীনকে অপসারণের প্রতিবাদে ২১ জেলায় সহকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শরিফ উদ্দীনকে অপসারণের প্রতিবাদে ২১ জেলায় সহকর্মীদের মানববন্ধন

দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে অপসারণের প্রতিবাদে সংস্থাটির প্রধান কার্যালয়সহ ২১ জেলার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। 

ঢাকার বাইরে চট্টগ্রাম, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজারে মানববন্ধন হয়েছে। 

এর আগে বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. শরিফ উদ্দিনকে অপসারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করার কথা বলা হয়।

এরপর আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি সচিবের কাছে স্মারকলিপি জমা দেন দুদকের কর্মকর্তারা। স্মারকলিপিতে অসাংবিধানিকভাবে ও আদালতে বিবেচনাধীন দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর বিতর্কিত ৫৪ (২) ধারায় উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিলের দাবি জানানো হয়। 

চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে। 

সর্বশেষ গত ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ উদ্দিন। হুমকি পাওয়ার পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। 

যমজ কন্যাদের জোড়ায় জোড়ায় সাফল্য

বাজল মেলা ভাঙার সুর

‘স্বপ্নের দেশ’ ইতালিতে গেল সাইদুলের লাশ

ওষুধসহ চিকিৎসা সরঞ্জামের সংকট, ব্যাহত সেবা

প্রকল্পের ভ্যাট ও করদিতে হয় শিক্ষকদের

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব

এ বি এম মূসা-সেতারা মূসার জন্মবার্ষিকীতে আজীবন সম্মাননা পেলেন আমানউল্লাহ

টাঙ্গাইলে পলিথিনবিরোধী পদযাত্রা

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

প্রেমিকাকে ট্রেনে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড