নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নেতা–কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতা–কর্মীরা। পরে মেয়র আইভী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ভেঙে ফেলা বঙ্গবন্ধু চত্বর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কোনো বক্তব্য না রেখে দ্রুত নগর ভবনে চলে যান।
এ সময় নগরীর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা কামরুল হুদা বাবুসহ দলীয় নেতা–কর্মী উপস্থিত ছিলেন।