হোম > সারা দেশ > নরসিংদী

সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’

আজ বুধবার সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তাদের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।

শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই পালিয়ে গেছেন। তার দোসররা এখনো আছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব।’

হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন–জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য