Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটির নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা-নোয়াখালী রুটের নতুন আন্তনগর ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বরক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের নিমিত্তে ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চায়না কোচ দ্বারা এক জোড়া নতুন আন্তনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে।

প্রস্তাবনায় বলা হয়েছে, নতুন এই ট্রেনের নম্বর ৮১৭/৮১৮। ১৪ কোচের নতুন এই ট্রেনে মোট আসন থাকবে ৬৭৯টি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রস্তাবিত ট্রেনের সময়সূচিতে বলা হয়েছে, ৮১৭ নম্বর ট্রেনটি নোয়াখালী ছাড়বে ২টা ৩০ মিনিটে ও ঢাকা পৌঁছাবে ৮টা ১০ মিনিটে। ৮১৮ নম্বর ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টায় ও নোয়াখালী পৌঁছাবে ১টা ৩০ মিনিটে।

প্রস্তাবিত স্টেশনের মধ্যে আছে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী ও মাইজদীকোর্ট।

যদিও নতুন ট্রেনের নাম ও কবে নাগাদ চালু হবে সেটা এখনো জানায়নি রেল কর্তৃপক্ষ। তার আগে এ বছরের ৭ জুন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নতুন একটি ট্রেন অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে নোয়াখালীবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-নোয়াখালী রেলপথে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চালু হয়। ঢাকা থেকে বর্তমানে এই রুটে একমাত্র আন্তনগর ট্রেন এটি।

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা